২০২৩-২৪ সেশনে বাকৃবিতে চূড়ান্ত ভর্তি প্রার্থীদের জন্য প্রযোজ্য:
আগামী ৪ থেকে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে (সশরীরে
বাকৃবি-তে
উপস্থিত হওয়ার পূর্বে) বাকৃবির ওয়েবসাইটে PIN এবং Roll দিয়ে Login করে প্রয়োজনীয় তথ্য প্রদান,
পাসপোর্ট সাইজের ফটো এবং
স্বাক্ষর (JPG Format) আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে Admission Form, Registration
Form, Medical Form, Pay Slip তৈরী হবে যা ডাউনলোড করে A4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে
এবং
ভর্তির দিন জমা দিতে হবে।
Link : https://bau.edu.bd/ug_admission
আগামী ৯, ১০, ১১ ও ১২ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে যে কোন
দিন
সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টার মধ্যে নিম্নবর্ণিত স্থান সমূহে সশরীরে উপস্থিত থেকে
ভর্তির কাজ
সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় যা যা নিয়ে আসতে হবেঃ
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
ভর্তি ফরম, রেজিষ্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম।
এসএসসি-র মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র।
এইচএসসি-র এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল
প্রশংসাপত্র।
এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
সংরক্ষিত আসনের জন্য (উপরোল্লেখিত কাগজপত্র ছাড়াও)
মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদেরকে পিতা-মাতা/দাদা-দাদী/নানা-নানীর
অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র ভর্তির সময় দেখাতে হবে এবং এর সত্যায়িত ফটোকপি জমা
দিতে হবে।
মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদেরকে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের
প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধার সনদপত্রে প্রদত্ত ঠিকানা ও স্থায়ী ঠিকানার মধ্যে গরমিল থাকলে তাদের
ঠিকানা পরিবর্তন সংক্রান্ত প্রত্যয়নত্রের মূল কপি জমা দিতে হবে। উভয় প্রত্যয়নপত্রই জেলা
প্রশাসক/ইউএনও/মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হতে হবে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি ও অ-উপজাতি এবং পার্বত্য
চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদের স্ব-স্ব জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী
বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের মূল কপি জমা দিতে হবে।
সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রয়োজন হবেঃ
প্রার্থীর ২ (দুই) কপি এবং নমিনির ১ (এক) কপি পাসপোর্ট সাইজের
ফটো।
প্রার্থীর এবং নমিনির NID এর ফটোকপি। প্রার্থীর NID না থাকলে SSC
এর Registration Card এবং Birth Certificate এর ফটোকপি।